নানিয়ারচরে মাছ চাষিদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

124

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

রাজস্ব খাতের আওতায় নানিয়ারচরে মাছ চাষিদের মাঝে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। উত্তম মৎস্য চাষ অনুশীলনে কার্প জাতীয় মাছের চাষ ব্যবস্থাপনা বিষয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকার সালাম মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ।

এসময় নানিয়ারচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা) মো. এরশাদ বিন শহিদ, সাবেক ইউপি সদস্য মো. নুরুল ইসলাম, মৎস্য বিভাগের ফিল্ড সুপারভাইজার কৃতিরাজ খীসা ঝীনুকসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে অধীর চন্দ্র দাশ বলেন, স্বল্প খরচে কার্প জাতীয় মাছ চাষ বেশ লাভজনক। এই চাষের মাধ্যমে স্থানীয়ভাবে মাছের পুষ্টি চাহিদা পূরণ সম্ভব। উত্তম কার্প জাতীয় মৎস্য চাষ অনুশীলনে বিভিন্ন বিষয়ে দিক-নিদের্শনামূলক আলোচনা করেন এই মৎস্য কর্মকর্তা।

এদিন বিকেলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় একই ইউনিয়নের পুলিপাড়া এলাকার পাইসাপ্রু মারমার ক্রীকে মৎস্য উপকরণ বিতরণ করে উপজেলা মৎস্য বিভাগ। এসময় ১হেক্টর জমির ক্রীকে (জলাশয়) মাছের খাবার ১৪বস্তা, ডলো চুন ১০০ কেজি, ইউরিয়া সার ৫০কেজি, টিএসপি ২৫কেজি, জিও লাইট ১০কেজি ও ১টি জাল বিতরণ করা হয়।

এবিষয়ে জানতে চাইলে সুবিধাভোগী পাইসাপ্রু মারমা বলেন, নানিয়ারচর উপজেলা মৎস্য অফিসে একটা আবেদন করার প্রেক্ষিতে আমরা ১হেক্টর জমির একটি ক্রীক বরাদ্দ পেয়েছি। আজ বিভিন্ন মৎস্য উপকরণ বিতরণ করেছে মৎস্য বিভাগ। পরিচর্যার মাধ্যমে আমরা এই ক্রীক থেকে পর্যাপ্ত মাছ পাবো বলে বলেও মন্তব্য করেন তিনি।