।।নানিয়ারচর প্রতিনিধি।।
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় “নানিয়ারচর অটোরিক্সা চালক সমবায় সমিতি লিঃ এর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার ইসলামপুর এলাকায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি মোঃ ইউনুস আলী।
এবিষয়ে সমিতির সভাপতি জানান, সমিতির শুরু থেকে (২০১৭) আমরা নানিয়ারচর-রাঙামাটি ১৪০টাকা হারে ভাড়া আদায় করেছি। কিছুদিন পূর্বে ১৫০টাকা ভাড়া আদায় করা হলে উপজেলা প্রশাসন আমাদেরকে ১৪০টাকা ভাড়া নির্ধারণ করে দেয়। পরে গত বৃহস্পতিবার আবারও নির্বাহী অফিসার আমাদেরকে ১২০টাকা হারে ভাড়া নির্ধারণ করে দেন।
এবিষয়ে আমরা সমিতির চালকদের সাথে আলোচনা সভার আয়োজন করেছি। তিনি আরো জানান, পাহাড়ি এলাকায় তৈল এবং সার্বিক খরচ শেষে ১২০টাকায় ভাড়া আদায়ে চালকগণের সম্মতি না থাকায় বিষয়টি নিয়ে আমরা পূণরায় প্রশাসনের সাথে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানে আন্যান্যদের মাঝে সাধারণ সম্পাদক সুপ্রিয় চাকমাসহ সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বর্তমানে নানিয়ারচর অটোরিক্সা চালক সমবায় সমিতি লিঃ এর ১৯৫জন সদস্য রয়েছে।