নানিয়ারচরে অনুষ্ঠিত হলো জমজমাট পিঠা উৎসব

397

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

নানিয়ারচর উপজেলায় সারাদিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম বাংলার নানা স্বাদের পিঠা ও পার্বত্যাঞ্চলের ঐতিহ্যবাহী পিঠায় উৎসবমূখর ছিল ২য় বারের মতো এবারের পিঠা উৎসব। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী। উৎসবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ও এলাকার পাহাড়ি-বাঙ্গালী পিঠা প্রেমী উদ্যোক্তাগণ নানা রকম পিঠার পসরা সাজিয়ে বসেন।

আনন্দমূখর এই পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর সেনা জোন কমান্ডার লে. কর্ণেল সালাহ উদ্দীন আজাদ (পিএসসি) এবং তার সফরসঙ্গী লে. কর্ণেল গোলাম মাবুদ হাসান (পিএসসি)। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির হোসেন প্রমূখ।

বার্ষিক পিঠা উৎসবে নানিয়ারচর উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, দি চেঙ্গী চাইল্ড হোম, নানিয়ারচর প্রেসক্লাব, উপজেলা খাদ্য অফিস, কৃষি অফিস, দীপ্ত পিঠা ঘর, নানিয়ারচর থানা, পাতাছড়ি নারী উদ্যোক্তা কেন্দ্র, ধ্রুব অগ্নি পিঠা ঘর, বিডি ক্লিন নানিয়ারচর ইউনিটসহ ১৭টি স্টল অংশগ্রহণ করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান জানালেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এরকম উদ্যোগ নেয়া খুবই প্রয়োজন।
পিঠা উৎসবে এসে কেমন অনুভব করছেন জানতে চাইলে লে. কর্ণেল সালাহ উদ্দীন (পিএসসি) বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল হিসেবে নানিয়ারচরে এত সুন্দর একটা পিঠা উৎসব হবে আমি কল্পনাও করতে পারিনি। আর এই পিঠা উৎসবে পাহাড়ি বাঙালীদের যে সম্মিলিত অংশগ্রহণ এতে শুধু আমি নয়, সকলকেই পুলকিত করেছে। অংশগ্রহণকারীদের এত সুন্দর পিঠা উপস্থাপন আমার অনেক ভাল লেগেছে। এমন সুন্দর উৎসব সব সময় হলে এটাই প্রমাণ করবে নানিয়ারচরে পাহাড়ি-বাঙ্গালী সম্প্রতি নিয়ে চলে।

অনুষ্ঠানে নির্বাহী অফিসার বললেন, আমাদের দেশীয় একটি ঐতিহ্য পিঠা বানানো। শীতকালে আমরা পিঠা বানাই-পিঠা খাই এবং উৎসবে মেতে উঠি। এই ঐতিহ্যকে ধরে রাখতেই মূলত আমাদের এই মেলার আয়োজন। আধুনিক যুগে পিঠা বানানো আমরা প্রায় ভুলেই যাচ্ছি। আগামী প্রজন্মের মাঝে পিঠার ঐতিহ্য ধরে রাখতে আমাদের এই উদ্যোগ। অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে স্থান নির্বাচন পূর্বক পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।