নানিয়ারচরে ইউপি নির্বাচনে বিজয়ের হাসি হাসলেন সালাম

378

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

চতুর্থ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে বিজয়ের হাসি হাসলেন মোঃ আব্দুস সালাম হাওলাদার। রোববার (২৬শে ডিসেম্বর) বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য হিসেবে নির্বাচিত হয়ে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন তিনি।

উপজেলার ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। এতে তার কর্মী সমর্থকরা নিরাপদে ও নির্বিঘ্নে ভোট প্রদান করেছে বলে মন্তব্য করেন এই জনপ্রতিনিধি। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টিউবওয়েল প্রতীকে সালাম হাওলাদার ৮৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীক নিয়ে মোঃ নুরুল ইসলাম পেয়েছেন ৬৭৩ ভোট।

এবিষয়ে আব্দুস সালাম হাওলাদার বলেন, আমার প্রতি এলাকাবাসীর প্রচন্ড ভালোবাসা আছে। তারা আমাকে ভালবাসে বলেই ৩য় বারের মত আমি নির্বাচিত হয়েছি। আজ থেকে এলাকাবাসীর প্রতি আমার দায়িত্ব আরো বেড়ে গেল।