॥ গোলাম মোস্তফা ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডকুমেন্টারি প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ মার্চ) সকাল ১০ টায় নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার,নানিয়ারচর থানার ওসি সাব্বির রহমান ও বিভিন্ন অফিসের কর্মকর্তা- কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানের পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।