নানিয়ারচরে খামারীদের মাঝে উপকরণ বিতরণ

368

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির নানিয়ারচরে প্রাণী সম্পদ বিভাগের গরু হৃষ্ট পুষ্টকরণ প্রকল্পের আওতায় স্থানীয় ৫০ জন খামারীকে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল নানিয়ারচর উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে খামারীদের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

খামারীদের মধ্যে বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট পুষ্টকরণ প্রকল্পের হেলথ কার্ড, কৃমি নাশক বড়ি, ভিটামিন ও মিনারেল প্রিমিক্স ও প্রশিক্ষণ ম্যানুয়েল।

নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলী রহমান তিন্নী অনুষ্ঠানে প্রধান অতিথি সুফলভোগী খামারীদের মাঝে এ সব উপকরণ বিতরণ করেন। এসময় নানিয়ারচর উপজেলা প্রাণী সম্পদ বিভাগ ডা. মোঃ ওসমান গণিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।