নানিয়ারচরে আকষ্মিক অগ্নিকান্ডে নিঃস্ব হয়ে পড়েছে লালন বিকাশ চাকমা (৬৫) নামে এক করাতকল ব্যবসায়ী। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (১৩ই জানুয়ারি) ভোর রাতে হটাৎ আগুনের লেলিহান শিখা দেখে নানিয়ারচর জোন (১০ বীর) কে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়েই নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এসএম রুবাইয়াৎ হুসাইন (পিএসসি) এর নেতৃত্বে একজন চৌকশ সেনা সদস্য আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সাথে সাথেই রাঙামাটি ফায়ার ও সিভিল ডিফেন্সে খবর দেয় সেনাবাহিনী। সেনাবাহিনীর তথ্যমতে দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ কর্ম তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের ঘটনায় ৬-৮লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান নানিয়ারচর সদরে ফায়ার সার্ভিসের একটি শাখা থাকলে আরো দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসত এবং ক্ষয়ক্ষতির পরিমান কম হতো।
এবিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার জানান, খবর পাওয়া মাত্রই আমাদের সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পাশাপাশি রাঙামাটি ফায়ার সার্ভিস কে জানানো হয়েছে। শুধু অগ্নিকান্ডে নয়, যে কোন দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন অত্র এলাকার জনসাধারণ এর পাশে থাকবে বলেও মন্তব্য করেন এই সেনা কর্মকর্তা।
এবিষয়ে জানতে চাইলে রাঙামাটি ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ মোঃ বেলাল জানান, ঘটনার খবর পেয়েই আমরা দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছি। এতে কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।