নানিয়ারচরে জেলা পরিষদ নির্মিত দ্বিতল অডিটোরিয়াম উদ্বোধন

345

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নানিয়ারচর উপজেলা সদরে নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা স্মৃতি দ্বিতল অডিটোরিয়াম উদ্বোধন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই অডিটোরিয়ামের উদ্বোধন করেন চেয়ারম্যান।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহারের জন্য রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে এ ধরনের অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে। অডিটোরিয়ামটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, একটি সুস্থ সমাজ গঠনে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে সকলের সম্পৃক্ত থাকা প্রয়োজন। এ অডিটোরিয়ামটি সে লক্ষ্যে এলাকার মানুষের কল্যাণে এবং সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সদস্য ত্রিদীব কান্তি দাশ, সাবেক সদস্য সবির কুমার চাকমা, নানিয়ারচর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।