॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচরে দুর্যোগে আগাম প্রস্তুতি ও আশ্রয়ণ প্রকল্পের উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, ২নং ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদারসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গৃহহীন ও ভূমিহীন পরিবার সমূহ শতভাগ যাচাই বাছাই করণের নিমিত্তে উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় উপজেলার ন্যায় ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও দুর্যোগকালীন সময়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকার পরিবারসমূহের তালিকা প্রণয়ন ও অগ্রিম প্রস্তুতি গ্রহনের মাধ্যমে তাদের আশ্রায়ণ নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।