।। নানিয়ারচর প্রতিনিধি ।।
নানিয়ারচরে পাহাড় গ্রাম মাড়িয়ে লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পরিচ্ছন্নতা ও পুষ্টি বিষয়ের সচেতনতামূলক লোকসংগীত এবং নাটিকা পরিবেশন কার্যক্রম চলছে।
সোমবার (২২শে ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিমপাড়া বগাছড়ি পুর্নবাসন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সচেতনতামূলক লোকসংগীত এবং নাটিকা পরিবেশন করা হয়।
এসময় জুম ফাউন্ডেশন পরিচালিত লীন প্রকল্পের নিউট্রিশন এন্ড ওয়াশ উপজেলা ফ্যাসিলিটেটর নিপা চাকমার সঞ্চালনায় নাট্য দলের সভাপতি শান্তিমনি চাকমা তার সঙ্গীদের নিয়ে পরিচ্ছন্ন ও পুষ্টি বিষয়ে আঞ্চলিক ভাষায় লোকসংগীত এবং নাটিকা পরিবেশন করেন। এতে স্থানীয় শতাধিক শিশু ও নারী-পুরুষের উপস্থিতিতে আনন্দমূখর পরিবেশের সৃষ্টি হয়।