নানিয়ারচরে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি দীপংকর

354

॥ মেহেদী ইমাম ॥

রাঙামাটির নানিয়ারচরে জেলা পরিষদের অর্থায়নে মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন দীপংকর তালুকদার এমপি। একইদিনে তিনি নানিয়ারচরে অবস্থিত জেলা পরিষদ বিশ্রামাগার কক্ষ সম্প্রসারণ কাজেরও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

শনিবার সকালে উপজেলার বগাছড়ি আল আমিন নি¤œ মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, থানার

অফিসার ইনচার্জ সুজন হালদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদারসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সফরকালে তিনি মুসলিম সম্প্রদায়ের নেতাকর্মীদের সাথে ঈদ-উল-ফিতর উপলক্ষে কুশল বিনিময় করেন। পরে তিনি নানিয়ারচর রতœাংকুর বন বিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন।