।। নানিয়ারচর প্রতিনিধি ।।
হঠাৎ দমকা হাওয়ায় রাঙামাটির নানিয়ারচরে নৌকা ডুবিতে সাত বছরের এক শিশু নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (৩১শে মার্চ) বিকেলে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট গ্রামের মংখোলা শরীফ বাড়ির টিলা এলাকায় মায়ের সাথে ছাগল আনতে গিয়ে এই নৌকা ডুবির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ১নং টিলার মোঃ ইসমাইল হোসেনের পুত্র মোঃ আব্দুর রহিম তার মায়ের সাথে ছাগল নিয়ে ফেরার পথে হঠাৎ দমকা হাওয়ায় ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়। এসময় মা রুপালী বেগম (২৫) ও বড় ভাই সাতার কেটে পাড়ে উঠে প্রাণ বাঁচাতে পারলেও ডুবে যায় আব্দুর রহিম।
পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করার পরে জাল টেনে রাত ৯টায় শিশুটিকে উদ্ধার করে নানিয়ারচর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে জানতে চাইলে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির হোসেন জানান, বুড়িঘাট এলাকায় নৌকা ডুবিতে এক শিশু নিহত হয়েছে। এঘটনায় এখনও কোন মামলা হয়নি।