নানিয়ারচরে প্রচারণার শেষ দিনে সালামের শোভাযাত্রায় জনস্রোত

347

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
নানিয়ারচরে নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিপুল পরিমান কর্মী সমর্থক নিয়ে শোডাউন করেছেন বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের ইউপি সদস্য প্রার্থী মোঃ আব্দুস সালাম হাওলাদার।

শুক্রবার বিকালে বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ড ডাকবাংলা এলাকা হতে সহস্রাধিক কর্মী সমর্থক নিয়ে ইসলামপুর আর্মি ক্যাম্প, মধ্যপাড়া, হাওলাদার মার্কেট ও ইসলামপুর আশ্রায়ণ প্রকল্প হয়ে বউ বাজার এলাকায় বিশাল মিছিল শেষ হয়।

পরে ইসলামপুর বউ বাজার মাঠে পথসভায় বক্তব্য দেন ২বারের ইউপি সদস্য মোঃ আব্দুস সালাম।

এসময় সাবেক ইউপি সদস্য মোঃ হারুন, আওয়ামীলীগ নেতা জামাল পিসি, মোঃ ফারুক ব্যাপারী, মোঃ হোসাইন লিডার, মোঃ আনসার লিডার বক্তব্য রাখেন।