নানিয়ারচরে প্রধানমন্ত্রীর জন্মদিন ঘিরে আওয়ামীলীগ

343

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
নানিয়ারচর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার এর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

নানিয়ারচর উপজেলা যুবলীগ সম্পাদক ঝিল্লোল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বাবুল কর্মকার, শাহজাহান মৃধা, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক মৃধা, সাবেক আইন বিষয়ক সম্পাদক দর্শণ চাকমা, উপজেলা যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্তসহ ছাত্রলীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ-এর সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিগত সময়ে ১৯ বার হামলা করা হয়েছে। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূল শাস্তি প্রদানের দাবি জানান ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।

এসময় তিনি দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে মন্তব্য করে বলেন দলের মধ্যে অনুপ্রবেশকারীরাই সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এদের থেকে সাবধান থাকতে হবে। দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে উপজেলা আওয়ামীলীগ। পরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।