নানিয়ারচরে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

319

॥ মেহেদী ইমাম ॥

দুর্ঘটনা প্রতিরোধে সড়কে সচেতনতা বৃদ্ধিতে ঝটিকা অভিযান পরিচালনা করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন। রোববার দুপুরে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ঘিলাছড়ি সমাজ কল্যাণ ও বগাছড়ি রাস্তার মাথা এলাকায় এবং ইসলামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমান।

এসময় নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদারসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৯/১(চ) ধারা অনুযায়ী ৫জন মোটর সাইকেল চালককে ৩০০টাকা করে মোট ১৫০০টাকা জরিমানা আদায় করা হয়।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলুর রহমান বলেন, সড়কে দুর্ঘটনা রোধে চালকদের সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। হেলমেট না থাকায় এবং অতিরিক্ত যাত্রী পরিবহনে আজ ৫জন মোটর সাইকেল চালককে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা আগামীতেও অব্যাহত থাকবে।