নানিয়ারচরে প্রেসক্লাব গঠন করে কমিটি ঘোষণা

641

রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় মেহেদী ইমামকে সভাপতি ও মো. নাজমুল হোসেন (রনি) কে সাধারণ সম্পাদক করে “নানিয়ারচর প্রেসক্লাব” গঠন করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুর ৩টায় নানিয়ারচর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সংলগ্ন স্থানে নানিয়ারচর উপজেলার সংবাদকর্মীদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা প্রেসক্লাব গঠন করা হয়। এসময় সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দিয়ে ৭দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় দৈনিক রাঙামাটি পত্রিকার নানিয়ারচর প্রতিনিধি মেহেদী ইমাম, রাঙামাটি নিউজ ডটকম এর প্রকাশক মো. নাজমুল হোসেন রনি, দৈনিক রাঙামাটি পত্রিকার স্টাফ রিপোর্টার মো. গোলাম মোস্তফা, মোঃ ইকবাল হোসেন, সিএইচটি টাইমস টুয়েন্টি ফোর ডটকম এর প্রতিবেদক শহিদুল ইসলাম হৃদয় সহ নানিয়ারচরে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি