নানিয়ারচর উপজেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব যুবনেতা মরহুম মোঃ ইসমাইল হোসেন (৩৮) এর মৃত্যুতে সমবেদনা জানাতে মরহুমের শোকাবহ পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রয়াত যুবদল নেতার বাড়িতে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়েম।
এসময় অন্যানর্যদের মধ্যে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আলীসহ উপজেলা যুবদলের আহব্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য- মরহুম ইসমাইল হোসেন দীর্ঘদিন যাবত শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন এবং গত ১২ আগসস্ট বিকাল ৩ টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। সংবাদ বিজ্ঞপ্তি