নানিয়ারচরে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেলাই মেশিন বিতরণ

430

।।নানিয়ারচর প্রতিনিধি।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন। রবিবার সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৬জন অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইলিপন চাকমা। এসময় আরো উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, থানার ওসি মোঃ সাব্বির রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোঃ সরওয়ার কামাল প্রমূখ।

এসময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত (লাইভ) অনুষ্ঠান প্রদর্শন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে বক্তারা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের স্মৃতিচারণ করেন।