।।নানিয়ারচর প্রতিনিধি।।
নানিয়ারচর উপজেলায় দেখা মিলেছে বিরল প্রজাতির বনবিড়াল। বন বিভাগকে সাথে নিয়ে গভীর বনে বিরল এই প্রাণীকে অবমুক্ত করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাছ কোম্পানি এলাকায় স্থানীয় মোঃ জাহিদ কর্তৃক ধৃত এই বন্য প্রাণিটি গভির বনে মুক্ত করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
এসময় আরো উপস্থিত ছিলেন, বন বিভাগের বুড়িঘাট রেঞ্জ কর্মকর্তা মোঃ আজিজুল হক, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান ও স্থা নীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িঘাট মাছ কোম্পানি এলাকার মোহাম্মদ আউয়ালের ছেলে মোহাম্মদ জাহিদ বাড়ির পাশে ধানের জমিতে গেলে বেড়া দেওয়ার জালে পেঁচিয়ে থাকতে দেখে এই বিরল প্রজাতির প্রাণী। পরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের সহযোগিতায় এই বন্যপ্রাণীর ছেড়ে দেওয়া হয়। স্থানীয়দের কেউ কেউ জানান এটি হায়না প্রজাতির বনবিড়াল। আবার কেউ জানান এটি মাছ খেকো বাগঢাঁস বা উদ বিড়াল।
এই প্রসঙ্গে শিউলি রহমান জানান, সকালে বুড়িঘাট এলাকায় একটি বিরল প্রজাতির বন বিড়াল জালে আটকা পড়ে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে বন বিভাগের সাথে আলোচনা করে পাশের গভীর বনে এটা ছেড়ে দেওয়া হয়েছে।