।। মাহাদী বিন সুলতান ।।
করোনা (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনে কড়া নজরদারীর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলার ইসলামপুর মধ্যপাড়া, ইসলামপুর বউ বাজার, বগাছড়ি বাজার, বগাছড়ি পূর্ব পাড়া ও রাংঙামাটি-খাগড়াছড়ি সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
এসময় বগাছড়ি পূর্বপাড়া এলাকার এক দোকানীকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী ৫০০০হাজার টাকা জরিমানা ও মেয়াদোত্তীর্ণ বেশ কিছু পন্য ধংস করা হয় এবং বগাছড়ি বাজারে স্বাস্থ্যবিধি না মানায় ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩জনকে তিনশত টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনাকালে এসআই মোঃ তারেকসহ পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।