নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা

102

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

রাঙামাটির নানিয়ারচরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, থানার অফিসার ইনচার্জ সুজন হালদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুয়েন খীসা, সদর উপজেলা চেয়ারম্যান বাপ্পী চাকমা প্রমূখ।