॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় রাঙামাটির নানিয়ারচরে এক চোরকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার ভোর ৫টায় কুতুকছড়ি সেনা ক্যাম্প সংলগ্ন চেকপোষ্টে সদস্যরা একটি মোটর সাইকেল চালককে তল্লাশি করতে চাইলে সে সন্দেহজনক আচরণ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে মোটর সাইকেল টি চুরি করে পালানোর বিষয়ে স্বীকার করে।
আটককৃত মটর সাইকেল চালকের নাম মামুন (২৭)। সে খাগড়াছড়ি সদর উপজেলার শালবাগান এলাকার বাসিন্দা। পরে মোটর সাইকেলসহ চালক কে পুলিশে সোপর্দ করে সেনাবাহিনীর নানিয়ারচর জোন (১০)বীর।
এর আগে ঘিলাছড়ি ক্যাম্পে তল্লাশির নিমিত্তে ওই চালক কে সংকেত দেয় সেনা সদস্যরা। এসময় চালক সংকেত অমান্য করে দ্রুত গতিতে মটর সাইকেল চালিয়ে সটকে যায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ঘিলাছড়ি সেনা ক্যাম্প হতে কুতুকছড়ি সেনা ক্যাম্পে জানিয়ে দেয়া হয়। এঘটনায় ঘিলাছড়ি ক্যাম্প কর্তৃক কুতুকছড়ি সেনা ক্যাম্পে বিষয়টি জানিয়ে দেয়া হয়।
সেনাবাহিনী জানায়, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। নানিয়ারচর জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এবিষয়ে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার জানান, মোটর সাইকেল চুরি করে পালানোর সময় আটক হওয়া মামুন নামে এক ব্যাক্তি আমাদের থানা হেফাজতে রয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।