॥ মাহাদী বিন সুলতান ॥
যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন। বুধবার (১৬ই ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা প্রেসক্লাব, সরকারি কলেজ, নানিয়ারচর থানাসহ সরকারী-বেসরকারি সংগঠন সমূহ পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় জাতির সূর্য সন্তান ও বীর সেনাদের সম্মানে ১মিনিট নিরবতা পালন, দোয়া ও মোনাজাত করা হয়। শহিদ মিনারে পুষ্পস্তক অর্পণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী এবং উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা এবং বিজয় দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, যে উদ্দেশ্য নিয়ে জাতির সূর্য সন্তানরা দেশ স্বাধীন করেছেন আজ স্বাধীনতার ৪৯ বছর পূর্তিতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙার ঘটনা আমাদেরকে ব্যথিত করে।
আলোচনা সভায় শিউলি রহমান তিন্নীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা স্বাস্থ্য অফিসার নুয়েল খীসা, সরকারি কলেজের অধ্যক্ষ সন্তোষ চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন প্রমূখ।