॥ নানিয়ারচর সংবাদদাতা ॥
স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ষাটোর্ধ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে নানিয়ারচর পুলিশ। এসআই আনোয়ার ও এসআই মান্নাফের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল শহিদ মল্লিক নামের এই বৃদ্ধকে গ্রেফতার করেছে নানিয়ার থানা পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ধর্ষককে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা শহীদ মল্লিক তার প্রতিবেশীর ৯ বছরের কন্যাকে দোকানে পণ্য আনা-নেওয়ার সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।
তৃতীয় শ্রেণীর ছাত্রী এই শিশুকন্যার বাবা জানান, আমার বাড়ির বিপরীত পাশে একটি মুদি দোকানে বিভিন্ন সময় পণ্য ক্রয় করার সময় আমার কন্যাকে প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এবিষয়ে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির হোসেন বলেন, এই ঘটনায় ভিকটিমের পিতা আমাদেরকে লিখিত অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে একটি মামলা দায়ের হয়। শিশু ও নারী নির্যাতন আইনে ৪এর খ ধারায় একটি মামলা (০২) দায়ের করা হয়। এ ঘটনায় দ্রুত আসামিকে প্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।