নানিয়ারচরে ৫০পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলো মানিক

410

।। মাহাদী বিন সুলতান ।।

নানিয়ারচরে ব্যক্তিগত উদ্যোগে ৫০পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মানিক খান। বুধবার সকালে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড বগাছড়ি পুর্নবাসন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৫০পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

এসময় অসহায় ও দুস্থ ৫০পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, সেমাই-চিনি ও ২০জন বয়ষ্ক এবং বিধবা নারী পুরুষের মাঝে শাড়ি লুঙ্গী বিতরণ করা হয়েছে। ঈদ উপহার সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোঃ আনসার আলীসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় সূত্রে জানা যায়, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য মোঃ মানিক খান করোনা পরিস্থিতির শুরু থেকে সামর্থানূযায়ী স্থানীয়দের মাঝে সুরক্ষা সামগ্রী, ত্রাণ সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছে। এসব ঈদ সামগ্রী বিতরণকালে নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ দুর্গম এই এলাকায় করোনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোয় মানিক খানকে ধন্যবাদ জানান।