দেশের গণতন্ত্র পুনরোদ্ধারে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানানোর মধ্য দিয়ে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সারাদেশ ব্যাপি সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে নানিয়ারচর উপজেলায় শনিবার উপজেলা মিলনায়তনে সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এ্যাড. দিপেন দেওয়ান। উক্ত অনুষ্ঠানে উদ্ধোধন করেন জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বাবু রবীন্দ্র লাল চাকমা, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এড:সাইফুল ইসলাম পনির জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও রাঙামাটি সদর উপজেলা বিএনপি’র সভাপতি এড: মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবু বক্কর, জেলা বি এন পি’র যুগ্মসাধারণ সম্পাদক মো:বাবুল আলী, জেলা বি এন পি’র যুগ্ম সাধারণ সম্পাদক রিন্টু চৌধুরী সহ জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম সাকিল, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক এজাজ নবী রেজা।
এসময় বক্তারা বলেন সহায়ক সরকারের মাধ্যমে সুষ্ট নির্বাচনের মধ্যদিয়ে ৪র্থ বারের মত বেগম খালেদা জিয়াকে নির্বাচিত করতে হলে দলকে আরো শক্তিশালী হতে হবে। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে ।