॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নানিয়ারচর উপজেলা শাখা।
শনিবার (৭ নভেম্বর) নানিয়ারচর উপজেলা সদরের লঞ্চ ঘাটে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। দিনটি বিএনপি “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” হিসেবে পালন করে। অনেকে এ দিনটি “সিপাহি-জনতার অভূত্থান দিবস” হিসেবে ও প্রগতিশীল দল “মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস” হিসেবে পালন করে থাকে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান হাওলাদার বলেন, ৭ই নভেম্বরের ঐতিহাসিক এই দিবসে অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ। অনেকেই ৭ই নভেম্বরের ইতিহাস জানেন- তৎকালীন অস্থিতিশীল রাজনীতিতে খর্ব করা হয়েছে গণমানুষের অধিকার। বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সেদিন পেয়েছিল আরেক স্বাধীনতা। বর্তমান সময়েও বাংলাদেশের নারী-শিশু গণধর্ষণ, দব্যমূল্যের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। ৭ই নভেম্বর সেই দিন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ফারুখ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা আহবায়ক কমিটির সম্পাদক মোঃ রিয়াজ ও মোঃ আবু হানিফ প্রমূখ।