॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটি নানিয়ারচর জোন (১০বীর) এর আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জোন প্রাঙ্গণে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি) ও নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিকসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে নানিয়ারচর জোন ইমাম হাফেজ মাওলানা নুরুল ইসলাম দেশ ও জাতির জন্য দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন।