নারী দিবসের আলোচনায় পুলিশ সুপার : পিছিয়ে পড়া নারীদের উন্নয়ন ঘটাতে পারলে পাহাড়ের উন্নয়ন তরান্বিত হবে

422

p.....5

আলমগীর মানিক- ৮ মার্চ ২০১৬, দৈনিক রাঙামাটি : পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেছেন, পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া নারীদের উন্নয়ন ঘটাতে পারলেই পাহাড়ের উন্নয়ন সম্ভব, অন্যথায় বর্তমান সময়ে আমরা আরো পিছিয়ে যাবো। সমাজে সমন্বিত উন্নয়ন করতে হলে নারী উন্নয়ন ব্যতিরেকে যেমনটি সম্ভব নয় ঠিক তেমনি নারীদের উন্নয়নে পুরুষদেরকেই সর্বাগ্নে এগিয়ে আসতে হবে। আর এটি একটি পরিবার থেকে সর্ব প্রথম শুরু করতে হবে বলেও মন্তব্য করেন পুলিশ সুপার।

আর্ন্তজাতিক নারী দিবসের দিন মঙ্গলবার বিকেলে রাঙামাটি জেলা পুলিশের উদ্দেগ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন। রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শহিদ উল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার (হেড কোয়ার্টার) রেজাউল করিম, সদর সার্কেল এএসপি চিত্ত রঞ্জন পাল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, ব্লাষ্ট্রের প্রতিনিধি এডভোকেট জুয়েল দেওয়ান, ইউএনডিপি’র ক্লাস্টার ঝুমা দেওয়ান, নারী নেত্রী টুকু তালুকদার, এডভোকেট সুস্মিতা চাকমা, নারী পৌর কাউন্সিলর রূপসী দাশ গুপ্ত, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, মিজানুর রহমান বাবু, জুবায়তুন নাহার, পুলক দে’সহ জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও পুলিশের উদ্বর্তন কর্মকর্তা ও সদস্যগণ উক্ত আলোচনা সভায় অংশ নেন।

বর্ণাঢ্য আয়োজনের এই অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষানবীস সহকারি পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন। এরআগে দেশের দ্বিতীয় বৃহত্তম ভিকটিম সার্পোট সেন্টার এর উদ্দেগ্যে রাঙামাটি শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি তবলছড়িস্থ টেক্সটাইল মার্কেটের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোতয়ালী থানার মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান