নিখোঁজ রাকিব, সন্ধান দিন

614

॥ স্টাফ রিপোর্টার ॥

মো. রাকিব (১৯) বুধবার সকাল ১০টায় উন্নয়ন বোর্ডের পাশে তার নিজ বাসা থেকে বের হয় এবং তারপর থেকে সে আর বাসায় ফিরে আসেনি। তার পিতা: মো. কাওসার হাওলাদার জানিয়েছেন- বুধবার সকালে প্রতিদিনের মতো বাসা থেকে বের হয়, আমি কাজ থেকে দুপুরে বাসায় এসে তাকে না পাওয়ায় রাকিবের নাম্বারে কল দেই কিন্তু সে ফোন রিসিভ করেনি। রাতেও সে বাসায় না আসায় আমি রাত সাড়ে ৯টার দিকে কল দেই তখনও সে ফোন ধরেনি এরপর রাত ১০টার পর থেকে আমার ছেলের মোবাইলটি বন্ধ পাচ্ছি।

বৃহস্পতিবার সারাদিন আমার ছেলের সব বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করে তার কোন প্রকার খোঁজখবর না পেয়ে রাঙামাটি কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছি (জিডি নং- ৬১৮, তারিখ- ১১/০৩/২১)।

তিনি সকলের উদ্দেশ্য বলেন- কেউ যদি আমার ছেলের সন্ধান পান তাহলে দয়া করে আমাকে জানাবেন। মোবাইলঃ ০১৬১০০৫৪৩৫১।