॥ শহিদুল ইসলাম হৃদয় ॥
নোভেল করোনা ভাইরাস যখন বিশ্বে মাহামারী দূর্যোগে রুপ নিয়েছে তাৎক্ষণিক বাংলাদেশ সরাকারের নির্দেশনায় ২৬ শে মার্চ হতে সারাদেশে অঘোষিত লকডাউন শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় পার্বত্য জেলা রাঙামাটিতে অঘোষিত লকডাউনের আজ ১৪ দিন অতিবাহিত হতে চলেছে। এসময় পাহাড়ের কর্মহিন হয়ে পরা ৫০ পরিবারের পাশে দাঁড়ালেন মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি রাঙামাটি শাখার ব্যবস্থাপক নৌ বাহিনীর কর্মকর্তা লে.কর্ণেল মোঃ তৌহিদুল ইসলাম।
বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশন সি.বি.এ রেজি. নং-বি ১৪৭৪ কর্মচারী ইউনিয়ন রাঙামাটি কেন্দ্রের পক্ষ থেকে করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রান বিতরণ করলেন তিনি।
বুধবার সকালে শহরের বিভিন্ন এলাকায় গিয়ে ৫০ হতদরিদ্র পরিবারের ঘরে ঘরে ত্রান সমগ্রী দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার সিবিএ, বামউক’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন প্রমূখ।
তৌহিদুল ইসলাম বলেন, আমার সামর্থ অনুযায়ী নিজ অর্থায়নে জেলার বিভিন্ন এলাকার অতি দুস্থ যারা তাদের মধ্যে ৫০ জনকে আমরা ত্রান সমগ্রী পৌঁছে দিয়েছি। তাদের মধ্যে ভেদভেদী এলাকায় ৩ জন, রসুলপুর ১০ জন, গর্জনতলী ১০ জন, মহিলা কলেজ এলাকায় ৩ জন, পুরাতন হাসপাতাল এলাকার ২ জন, পুরাতন জালিয়া পাড়া ১০ ও শান্তিনগরে ১২ জন।