॥ স্টাফ রিপোর্টার ॥
করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে সারা দেশের ন্যায় রাঙামাটিতে ১২দিন ধরে চলছে অঘোষিত লকডাউন। এ পরিস্থিতিতে পরিবারের পক্ষ থেকে ত্রাণ নিয়ে কর্মহীন হয়ে পরা ১০০ পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মো. জামাল উদ্দীন।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টা থেকে এই বিএনপি নেতা তার রিজার্ভ বাজার মহসিন কলোনীস্থ নিজ বাসা থেকে সামাজিক দুরত্ত্ব বজায় রেখে একজন একজন করে ত্রাণ বিতরণ করেন। এসময় এলাকার মুরব্বিরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে বিএনপি নেতা জামাল উদ্দীন জানান, করোনা ভাইরাসের ফলে সৃষ্ট দূর্যোগে রাঙামাটির হাজার হাজার খেটেখাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই এ পরিস্থিতিতে আমার পরিবারের পক্ষ থেকে আমি বিশেষ করে মহসিন কলোনী, পোড়া পাহাড়, কসাই পাড়া, পুরান পাড়া, তৈয়্যাবিয়া পাহাড়, ইসলামপুর ও শরিয়তপুর এলাকার বিশেষ করে বিধবা ও মুসলিম-হিন্দু-বৌদ্ধ ধর্মালম্বী নির্বিশেষে যারাই অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে তাদেরকে তালিকাভুক্ত করে আজ ত্রাণ দিলাম।
আমার এই কার্যক্রম আগামীতেও অব্যহত থাকবে। এছাড়াও তিনি এই পরিস্থিতিতে সমাজের বিত্তবাণদের কর্মহীন হয়ে পড়া পরিবার গুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।