নির্বাচনকালীন সরকারের প্রয়োজনীয়তা নিয়ে আজ বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ

608

debate

স্টাফ রিপোর্টার- ১৯ নভেম্বর ২০১৬, দৈনিক রাঙামাটি: সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকারের প্রয়োজন আছে কিনা- শীর্ষক এক পাবলিক পার্লামেন্ট আজ ১৯ নভেম্বর, ২০১৬ শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর তেঁজগাওস্থ এফডিসি’র ৮নং ফ্লোরে এই ছায়া সংসদের আয়োজন করেছে ডিবেট ফর ডেমোক্রেসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার জন্য তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খাঁন সদয় সম্মতি প্রদান করেছেন। সভাপতিত্ব করবেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধরী কিরণ। সুষ্ঠু নির্বাচন শীর্ষক উক্ত মক পার্লামেন্টে সরকারী দল হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিরোধী দল হিসেবে প্রাইমএশিয়া ইউনিভার্সিটি অংশগ্রহণ করবে।

-ঢাকা ব্যুরো অফিস