নির্বাচনী অফিস উদ্বোধন কাউন্সিলর প্রার্থী নূর নবী

363

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূর নবী তার নির্বাচনী প্রতীক ‘গাজর’ এর প্রচার-প্রচারণার লক্ষ্যে নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন। শুক্রবার সন্ধ্যায় ২শতাধিক কর্মী-সমর্থকদের নিয়ে এই কাউন্সিলর প্রার্থী তার নির্বাচনী অফিস উদ্বোধন করেছে। নির্বাচনী অফিস উদ্বোধনের সময় প্রথমে দোয়া মোনাজাত করা হয়। তবারুক বিতরণের পর তিনি সমর্থকদের নিয়ে পুরাতন দুদক এলাকায় উঠান বৈঠকে যোগ দেন। এসময় তিনি বলেন- আমি নির্বাচনে বিজয়ী হলে ৪নং ওয়ার্ডের অলি-গলিতে উন্নয়ন করব। আর এলাকার গরীব-দুঃখীদের পাশে থাকব।