নির্বাচন থেকে সরে দাড়ালেন হাবিবুর রহমান

542

p.1

 

স্টাফ রিপোর্টার, ২২ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : অবশেষে রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান। একই সাথে তিনি এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আকবর হোসেন চৌধুরীকে সমর্থনের ঘোষণা দেন। মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনের মাধ্যমে রাঙামাটি পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী হাবিবুর রহমান এ ঘোষণা দেন। সংবাদ সম্মে¥লনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান, চিংকিউ রোয়াজা, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরীসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আকবর হোসেন চৌধুরীর প্রতি সমর্থন জানিয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, দলের প্রতি আনুগত্য প্রকাশ এবং আঞ্চলিক দলের সা¤প্রদায়িক রাজনীতি যাতে মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সেই লক্ষ্যে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সা¤প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে যুগপৎ লড়াই এবং নৌকা প্রতীককে বিজয়ী করতে তার নির্বাচন থেকে সরে দাড়াঁনোর কারণ। তিনি আরও বলেন, কোনো চাপের কাছে নতি স্বীকার করেননি, এ এলাকায় সা¤প্রদায়িক শক্তির বিরুদ্ধে যে লড়াই তা যেন গতি হারিয়ে না ফেলে তার জন্য তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এসময় তাঁর পক্ষে কাজ করার জন্য যাদের বহিষ্কার করা হয়েছে তা প্রত্যাহারেরও অনুরোধ জানান তিনি।

এসময় দীপংকর তালুকদার নির্বাচন বিষয়ে যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রত্যাহারের ঘোষণা দেন এবং হাবিবুর রহমানকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ধন্যবাদ জ্ঞাপন করেন। আওয়ামীলীগের মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরী হাবিবুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, পার্বত্যাঞ্চলে অসা¤প্রদায়িক শক্তির নেতৃত্ব দেওয়ার জন্য হাবিব ভাইয়ের এই ত্যাগ সকলেই সম্মান ও চিরদিন মনে রাখবেন। পরে হাবিবুর রহমান আওয়ামীলীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরীর পক্ষে নৌকা প্রতীকে গণসংযোগে যোগদান করেন।

রবি’কে বহিষ্কারে কেন্দ্রীয় চিঠি
(প্রেস বিজ্ঞপ্তি) জোটের সিন্ধান্ত উপেক্ষা করে রাঙামাটি জেলা শ্রমীক দলের সিনিয়র সহ-সভাপতি রবিউল আলম রবি রাঙামাটি পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল তাকে জেলা শ্রমিক দলের সহ-সভাপতি পদসহ দলের প্রাথমিক সদস্য থেকে বহিষ্কার করা করেছে। কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি/সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান