॥ স্টাফ রিপোর্টার ॥
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরীর লক্ষ্যে রাঙামাটি পৌরসভার ৯নং ওয়ার্ডের কাটাছড়ি এলাকায় কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেছেন।
মঙ্গলবার বিকেলে গণসংযোগকালে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেব জ্যোতি চাকমা, এজাজ নবী রেজা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃআল আমিন সহ ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে একই সময়ে ২৯৯নং আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা নেতাকর্মীদের নিয়ে কলেজ গেইটের আমানতবাগ, রাজমনি পাড়া সহ ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন এবং জনসাধারণকে নির্বাচন বর্জনের আহ্বান জানান।
এসময় জেলা মহিলা দলের সভাপতি নুর জাহান পারুল, সাধারণ সম্পাদক সালেহা আক্তার, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে সোমবার জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদক এর নেতৃত্বে গসংসংযোগ ও লিপলেট বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা নেতৃবৃন্দের পাশাপাশি ইউনিয়ন বিএপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।