॥ স্টাফ রিপোর্টার ॥
রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান আন্দোলন কর্মসূচীতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী হামালার প্রতিবাদে রাঙামাটি জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি দীপন তালুদার দীপুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক।
এসময় বক্তারা বলেন- আওয়ামীলীগ সরকার আমাদের মান্তিপূর্ণ যৌক্তিক আন্দলনে পুলিশ বাহিনী ও নেতাকর্মীদের দিয়ে হামলা চালিয়েছ। তারা জনগণের কথা ভাবে না। দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে। বক্তারা আরো বলেন- আন্দোলনের মাধ্যমে আওয়ামীলীগ সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।