॥ ইকবাল হোসেন ॥
আসন্ন পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন চেয়েছেন সাবেক কলেজ ছাত্রলীগ নেতা ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আবু সৈয়দ। সোমবার (৩০ নভেম্বর) রাতে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক হাজ্বী মুছা মাতব্বরের হাতে মনোনয়ন প্রাপ্তির আবেদন জমা দেন এই সাবেক ছাত্রনেতা।
এসময় উপস্থিত ছিলেন, রিজার্ভবাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী আনোয়ার মিয়া বানু, বনরূপা জামে মসজিদের পেশ ইমাম, শান্তিনগর জামে মসজিদের খতিব, গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সদস্য আব্দুল করিম খানসহ আরো অনেকে।
এবিষয়ে আবু সৈয়দ বলেন, আমার অতীত কার্যক্রম বিবেচনা করে দল যদি আমাকে মনোনয়ন দেয়। তাহলে আমি তৃণমূল ও দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে জনসাধারণকে সাথে নিয়ে পৌরবাসীকে একটি পরিচ্ছন্ন পৌরসভা উপহার দিব। জানতে চাইলে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর বলেন, মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত আমরা মনোনয়নের আবেদন গ্রহণ করবো।