খাগড়াছড়ি প্রতিনিধি- ৪ ডিসেম্বর ২০১৮, দৈনিক রাঙামাটি:
দীর্ঘ প্রতিক্ষা আর টানাপোড়নোর পর নেত্রীর ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর নির্দেশে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের পদ নিয়ে নৌকার বিজয়ে ফিরলেন জাহেদুল আলম। সোমবার দুপুরে ঢাকা থেকে ফিরলে পর্যটন মোটেলস্থ চেঙ্গীব্রীজ এলাকায় দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকরা ফুল দিয়ে বরণ করেন নেতাকে।
পরে শতাধিক মোটরসাইকেল ও বিশাল গাড়ী বহর নিয়ে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে পুনরায় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে আনন্দ র্যালী নিয়ে শহরের টাউন হলস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতাকর্মীদের নিয়ে পুষ্পমাল্য অর্পন করেন তিনি। এ সময় দেশের জন্য আত্মত্যাগীদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
টাউন হলে সংক্ষিপ্ত বক্তব্যে, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম বলেন, নেত্রী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নির্দেশে পদ ফিরে পেয়ে নৌকার বিজয়ে কাজ করার আহবান জানান সকলকে। এ সময় দলীয় নেতাকর্মীর সহায়তা কামনা করে শীঘ্রই খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার সাথে বৈঠকের মাধ্যমে চলমান দুরত্মের সমাধান হবে বলে তিনি জানান।
আর কোন দ্বিমত নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টা খাগড়াছড়ি আসন নেত্রীকে উপহার দিতে সকলকে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চাইতে হবে বলে তিনি মন্তব্য করে আর কোন অভিমান না করে নেত্রীকে নৌকা উপহার দিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে নির্দেশ দেন তিনি।
এতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার,ধর্ম বিষয়ক সম্পাদক হোসেন আহম্মদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ, শ্রমিকলীগের আহবায়ক নুরনবীসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা প্রিয় নেতাকে ফুল দিয়ে বরণ করে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।