॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥
১২ই রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ২০২৩ পালন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শিশু একাডেমি মিলনায়তনে ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে শিশু-কিশোরদের রচনা লিখন ও হামদ/নাত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মিলাদ এবং দোয়া মাহফিল। বিজয়ী শিশুদের প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান করা হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী নি¤œরূপঃ হামদ/নাত প্রতিযোগিতাঃ ২৮ সেপ্টেম্বর ০৯.০০। “ক” বিভাগ: ২য় শ্রেণি হতে ৩য় শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রী। “খ” বিভাগ: ৪র্থ শ্রেণি হতে ৬ষ্ঠ শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রী। “গ” বিভাগ: ৭ম শ্রেণি হতে ১০ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রী।
রচনা প্রতিযোগিতাঃ “ক” বিভাগ ৩য় শ্রেণি হতে ৬ষ্ঠ শ্রেণি এবং সমমানের ছাত্রছাত্রী, বিষয়ঃ আমাদের প্রিয় নবী । “খ” বিভাগ: ৭ম শ্রেণি হতে ১০ম শ্রেণি এবং সমমানের ছাত্র/ছাত্রী, বিষয়ঃ আমাদের প্রিয় নবীর আদর্শ ও শিক্ষা।