পর্বত দিবসের মেলায় স্টল বরাদ্ধ বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

709


স্টাফ রিপোর্ট- ১৬ ডিসেম্বর ২০১৬, দৈনিক রাঙামাটি: ১৩ ডিসেম্বর বিশ্ব পর্বত দিবসে ঢাকার বেইলী রোডে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত পর্বত মেলায় স্টল বরাদ্ধ দেয়ার পর সেটি বন্ধ করে দেয়ার প্রতিবাদে গত ১৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি সাহাদাৎ ফরাজি সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অথিতি ছিলেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের প্রথিষ্ঠাতা ও নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. আলকাছ আল মামুন ভূইয়া। বক্তব্য রাখেন, পার্বত্য নাগরিক পরিষদের মহাসচিব- এডভোকেট এয়াকুব আলী চৌধুরী , পার্বত্য নাগরিক পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক- আব্দুল হামিদ রানা, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক- সারোয়ার জাহান খান, ঢাকা মহানগর সেক্রেটারি- এডভোকেট সারোয়ার হোসাইন, ফেনী স্টুডেন্ট ফোরাম সভাপতি- আব্দুল্লাহ আল ফারুক, পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ, ঢাকা মহানগর সভাপতি- মো. সাইফুল ইসলাম ও রহমত উল্লাহ আল মামুন ।

জানাগেছে, মেলার প্রথম দিন ১৩ ডিসেম্বার পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের স্টলে দর্শকের ভীড় ছিল। কর্তৃপক্ষ এটি লক্ষ করে ১৪ ডিসেম্বার কোন নোটিশ ব্যতিরেখেই পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের স্টলের বই, ব্যানার ও সংগঠনের ৮ দফা দাবীর লিফলেটসহ সবকিছূ নিয়ে যায় এবং স্টলটি বন্ধ করে দেয়। পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ মনে করেন যে, পার্বত্য চট্রগ্রামের বাঙালীদের প্রতিনিধিত্ব কারী ঐতিহ্যবাহী এ সংগঠনটির স্টলে আগ্রহী দর্শনার্থীদের পার্বত্য চট্রগ্রামের অবস্থা জানার আগ্রহীদের ভীড় দেখে কর্তৃপক্ষ এ সিদ্ধ্যান্ত নেন।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো আফিস।