॥ স্টাফ রিপোর্টার ॥
পার্বত্য এলাকায় পর্যটনের বিকাশ ও আইন শৃঙ্খলা বিষয়ে জেলা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।
রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) এর সভাপতিত্বে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি মো. মুসলিম পিপিএম (সেবা), পুলিশ হেডকোয়াটার্স এর পুলিশ সুপার (প্লানিং ও অপারেশন) সরদার নুরুল আমিন, টুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়ন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল, কোতয়ালী থানার ওসি আরিফুল আমিনসহ অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, টুরিস্ট বোট সমিতি, আবাসিক হোটেল মালিক সমিতি ও রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দ সহ জেলার সকল স্টেকহোল্ডার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে অতিরিক্ত আইজিপি সকলের সাথে পরিচিত হন এরপর জেলা পুলিশ সুপার রাঙামাটি জেলার সার্বিক পরিস্থিতির বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। এরপর মুক্ত আলোচনায় জেলার স্টেক হোল্ডাররা তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন।