পর্যটন ও কৃষি ঘিরেই রাঙামাটির অর্থনীতিতে গতি আনতে হবে : ডিসি হাবীবুল্লাহ

35

॥ লংগদু প্রতিনিধি ॥

রাঙামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ হাবীব উল্লাহ বলেছেন, পর্যটন ও কৃষি ঘিরেই রাঙামাটির অর্থনীতিতে গতি সঞ্চার করতে হবে। তিনি বলেন, রাঙামাটি শহর থেকে সড়ক পথে লংগদু পর্যন্ত যাতায়াত করা গেলে এই বিস্তীর্ণ অঞ্চলে যেমন পর্যটন বিকাশে গতি আসবে, তেমনি কৃষি পণ্য বিপণনও সহজতর হবে। এ জন্য রাঙামাটি জেলাবাসীর বহুল কাক্সক্ষীত নানিয়ারচর-লংগদু সড়কের কাজটি যেন শীঘ্রই গতি পায় সে লক্ষ্যে তিনি সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করবেন।

লংগদু উপজেলায় প্রথম সফরে গিয়ে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে ডিসি হাবিবুল্লাহ এই মন্তব্য করেন।

শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুর ১ টায় উপজেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কফিলউদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ মহিদুল হক পাটোয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন ও জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দীন, লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা এখলাস মিয়া খান, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান আবদুল বারেক দেওয়ান, লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, বীর মুক্তিযোদ্ধা মীর শাহনেওয়াজ চৌধুরী, ইউপি সদস্য দেলোয়ার হোসেন এবং গণঅভ্যুত্থানে চোখ হারানো আমান উল্লাহ ও আহত কামরুল ইসলাম।

জেলাপ্রশাসক তার বক্তব্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আমাদের লক্ষ্য জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেয়া। জনগণের সেবাপ্রাপ্তিতে যে কোনো ধরনের হয়রানি বা বৈষম্য বরদাস্ত করা হবে না।

তিনি কাপ্তাই হ্রদের পানি কমানো নিয়ে কৃষকদের দুশ্চিন্ত দূর করতে কাজ করার আশ্বাস দেন। পরে জেলাপ্রশাসক জুলাই বিপ্লবের আহদের মাঝে সরকারি অনুদান বিতরণ করেন।