পশ্চিম মুসলিম পাড়ায় মিলাদুন্নবী ঘিরে মাহফিল

99

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি জেলা শহরের ভেদভেদী পশ্চিম মুসলিম পাড়ায় তৈয়্যাবিয়া ইউছুফ আলী জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদে ইশা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন ব্রাক্ষণবাড়িয়ার নোমানীয়া দরবার শরীফের পীর মাওলানা হাফেজ গোলাম জিলানী আন-নোমানী।

তৈয়্যাবিয়া ইউছুফ আলী জামে মসজিদের সভাপতি মো: শামসুল আলমের সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন তাহেরীয়া শাহীন সোলাইমান জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ সেলিম উদ্দিন আল-কাদেরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মসজিদের ইমাম মাওলানা হারেছ ।

এসময় পশ্চিম মুসলিম পাড়া সমাজ কমিটির সভাপতি মো: ফজলুল করিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।