॥ লংগদু প্রতিনিধি ॥
লংগদুতে পাওনা টাকা চাইতে গিয়ে, দেনাদারের ছুরিকাঘাতে আহত জহির (২২) নামে এক যুবক। ছেলেকে বাঁচাতে গিলে মা’কেও ছুরিকাঘাত করে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে লংগদু উপজেলার ২নং কালাপাকুজ্যা ইউপির ১নং ওয়ার্ড এর রশিদপুর এলাকার লিটনের দোকানের সামনে।
জহিরের পাওনাকৃত ৩৩৫০টাকা শাহিনের নিকট চাইতে গেলে ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। এরপর একপর্যায়ে মারামারি সংঘটিত হলে একই এলাকার শাহিন, জহিরের পেটে ছুরিকাঘাত করে। এসময় ছেলেকে বাঁচাতে মা এগিয়ে আসলে মাকেও মাথায় ছুরিকাঘাতে আহত করা হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় দুজনকে লংগদু সদর হাসপাতলে ভর্তি করানো হয়। পরবর্তীতে জহিরের অবস্থার অবনতি হলে খাগড়াছড়ি সদর হাসতালে প্রেরণ করা হয়।
এঘটনায় স্থানীয়রা অপরাধী আটকে রেখে পুলিশকে খবর দিলে, লংগদু থানা পুলিশ অপরাধীকে থানা হেফাজতে নিয়ে আসে।