পানি সঙ্কট মোকাবিলায় জুরাছড়িতে স্থানীয় যুবকদের নিয়ে ৮দিনের প্রশিক্ষণ

347

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

জনস্বাস্থ্য, স্যানিটেশন ও বিশুদ্ধ পানি সরবরাহ কমিটি বাস্তবায়নে, উপজেলা পরিষদ এর আয়োজনের, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার বিভাগ ও জাপান(জাইকা) সহায়তায় চার ইউনিয়নে কিছু সংখ্যক যুবকদের নিয়ে ৮ দিনব্যাপী কারিগড়ি প্রশিক্ষণ শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।

কমিটি সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ পরিচালন ও উন্নয়ন প্রকল্প উপজেলা ডেপলাপমেন্ট ফেজিলিটেটর( ইউডিএফ) ত্রিপন চাকমা। প্রশিক্ষণ কর্মশালায় কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব নিয়োজিত রয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জুরাছড়ি প্রকৌশলী নিটুল চাকমা।

ভাইস চেয়ারম্যান রিটন চাকমা কারিগড়ি প্রশিক্ষণকারীদের উদ্দেশ্য করে বলেন,বর্তমান সরকার বিভিন্ন গ্রামে বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা করণের লক্ষ্যে গভীর নলকুপ দিয়ে যাচ্ছে,এগুলো নষ্ট হলে মেরামত করার লোক থাকেনা,এ প্রশিক্ষণ থেকে শিখে নিতে পারলে ভবিষ্যতে প্রত্যন্ত এলাকার নলকুপ গুলো প্রশিক্ষণকারীগণ মেরামত করতে পারবে। জাইকা থেকে উপজেলা পরিষদ কে যে বরাদ্ধ দেওয়া হয়েছে,সেই টাকাগুলো যাহাতে আমরা সঠিক জায়গায় কাজে লাগানোর লক্ষ্যে উপজেলা পরিষদ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। তাই ৮দিনের প্রশিক্ষণ মনোযোগ সহকারে শিখার জন্য প্রশিক্ষণ গ্রহণকারীদের প্রতি অনুরোধ করেন।