পাম্পু সভাপতি, তোষণ সম্পাদক : রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন

336

p..2-2

স্টাফ রিপোর্টার, ১ মার্চ ২০১৬, দৈনিক রাঙামাটি : মেয়াদপূর্তির সাথে সাথেই রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এবার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট প্রতিম রায় পাম্পু ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তোষণ চাকমা।

এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট ভবতোষ চাকমা ও এডভোকেট সুব্রত হাওলাদার, যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট সাইফুল ইসলাম পনির, কোষাধ্যক্ষ এডভোকেট আব্দুল গাফ্ফার মুন্না, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট মাকসুদা হক, নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, এডভোকেট শহিদুল ইসলাম, এডভোকেট উজ্জল তঞ্চঙ্গ্যা, এডভোকেট শ্রীজ্ঞানী চাকমা, এডভোকেট সেলিমা ওয়াহিদা ও এডভোকেট আবছার আলী। সোমবার সকাল ১০ থেকে রাঙামাটি জেলা আইনজীবী ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।  বিকেল ৪ টায় ফলাফল ঘোষণা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মামুনর রশীদ মামুন।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান