॥ স্টাফ রিপোর্টার ॥
পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙামাটি জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের কলেজ গেইটে দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে ৭শতাধিক রোজাদারদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মাওলানা হাজী শরিয়ত উল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃআবু বকর ছিদ্দিক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. বি. এম. আরিফুল ইসলাম।
এসময় পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মোঃ শামসুল আলম, সহ-সভাপতি মাওলানা মোঃ সোয়াইব, মাওলানা মোঃ মাজহারুল ইসলাম, মাওলানা খন্দকার মোঃ নাছির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মুফতি মোঃ ওমর আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ইমাম উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুফতি মোঃ খলিল উল্লাহ, সহ-দফতর সম্পাদক মাওলানা মোঃআব্দুল মুমিন বিন কাদের সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যাক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ জাতির কল্যানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মাওলানা হাজী শরিয়ত উল্লাহ।