পার্বত্য চুক্তির ২৭ বছর : জাতীয় জাদুঘরে আলোচনা অনুষ্ঠান, প্রধান অতিথি উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

20

 

ঢাকা ব্যুরো অফিস : ৩০ নভেম্বর ২০২৪

স্টাফরিপোর্ট : আগামী কাল ১লা ডিসেম্বর ২০২৪ রোববার, বিকাল ৪টায় জাতীয় জাদুঘর, শাহবাগ-ঢাকা, কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় পর্যায়ে ঈঐঞ ঞঙটজওঝগ অডঅজউ প্রচলন-২, পার্বত্য চুক্তির ২৭ বছর : পার্বত্য চট্টগ্রামে পর্যটনশিল্পের ধারক নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় চাই রাজনৈতিক সম্প্রীতি- শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, অন্তর্বর্তীকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা- রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন দৈনিক রাঙামাটি পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর জনাব মো. জাহাঙ্গীর কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্তিত থাকবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রেড-১) জনাব আবু তাহের মুহাম্মদ জাবের, শ্রম অধিদপ্তরেরর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মো. তরিকুল আলম, ৯নং সেক্টরের সাবসেক্টর সুন্দরবনের মুক্তিযুদ্ধকালীন ট্রুপস কমান্ডার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক মহাব্যবস্থাপনা বীর মুক্তিযোদ্ধা জনাব আনোয়র হোসেন খান, বাংলাদেশ টুরিস্ট পুলিশের প্লানিং ও অপারেশন বিভাগের দায়িত্বে নিয়োজিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিউল ইসলাম, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর পরিচালক ও বাংলাদেশ ইকোট্যুরসের সিইও জনাব দিদারুল আফসার দিদার। আলোচক থাকবেন, সিনিয়র সাংবাদিক, জনপ্রশসন ও মিডিয়া বিশেষজ্ঞ জনাব কুদরাত ই খোদা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বকোন পত্রিকার রাঙামাটি পার্বত্য জেলা প্রতিনিধি জনাব সাখাওয়াৎ হোসেন রুবেল, জাতীয় চলচ্চিত্র পুরুস্কার প্রাপ্ত শিল্পনির্দেশক জনাব হিমাদ্রি বড়–য়া। অনুষ্ঠানে বিভিন্ন শাখায় দশ জনকে সিএইচটি ট্যুরিজম এওয়ার্ড প্রদান করা হবে।

আপলোড : শামিমুল আহসান-
ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি