পাহাড়ে উন্নয়নের ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে হবে: দীপংকর

104

॥ কাউখালী প্রতিনিধি ॥

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকার কারনে সমগ্র বাংলাদেশ এবং পাহাড়ের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের বিষয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিচক্ষণতা দেখিয়েছেন আর কোনো নেতা তা কখনই দেখাতে পারেনি। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আমাদের আবরও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে, তার হাতকে শক্তিশালী করতে হবে, এ জন্য শুধু আওয়ামী লীগ কর্মীরা নয়, উন্নয়নের উপকারভোগী সকল জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সোমবার কাউখালী উপজেলায় প্রায় ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তুর স্থাপনকালে সুধী সমাবেশে এমপি এই আহ্বান জানান। এ সময় তিনি কাউখালী উপজেলায় এলজিইডির বাস্তবায়নে প্রায় ৭৭ লক্ষ টাকা ব্যয়ে কলমপতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষ নির্মাণ প্রকল্প, প্রায় সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে বেতবুনিয়া চেহেরী বাজার থেকে লক্ষীছড়ি ভায়া বর্মাছড়ি রাস্তার পুণঃনির্মাণ, বেতবুনিয়া কেন্দ্রীয় জামে মসজিদসহ ৩টি প্রকল্পের উদ্বোধন এবং অন্যান্য সরকারী সংস্থা কর্তৃক ৮টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এমপির সাথে এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরিয়া, কাউখালী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো: এরশাদ সরকার, সাংগঠনিক সম্পাদক ক্যাচিং মং মারমা, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যজ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বেতবুনিয়া গাউছিয়া আহমদিয়া রহমানিয়া মাদ্রাসা এমপিও ভূক্ত হওয়ায় মাদ্রাসা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দেন অতিথিরা।